তুমি যদি আস্কারা দিতে
ভদ্র ছেলেটা একটু সাহসী হোত।
বিকেলের রোদে অফিসের নোটবুক
মন খারাপের কবিতায় ভরে যেত।
তুমি যদি বলতে দু চার কথা
শীতের সকালে ট্রামটা যেত না ফাঁকা।
তোমার হাসি ক্লান্তির চাদরে মোড়া
তোমার চোখে জলছবি হতনা আঁকা।
তুমি যদি রাখতে হাতে হাত,
ভিড় বাসটাতে উঠতে না ঠেলেঠুলে।
ঘামেভেজা শার্ট ক্লান্ত হতনা মোটে
পাতাঝরা গাছটা ভরে যেত ফুলে ফুলে।
নিম্নচাপের সন্ধ্যায় মুড়ি মাখা
দুহাতে গন্ধ রয়ে যেত আম তেলে।
তুমি যদি আঁকতে চুমু ঠোঁটে
শুঁয়োপোকাটাও উড়ত ডানা মেলে।