একদিন জ্যোৎস্নায় ভিজে যায় মন
সে তখন প্রথম যৌবন।
হাতে তার রয়ে যায়, বাসর বিবাহ মালা
কি হবে আর ভেবে, হৃদয় পরিবর্তনের পালা
এখন অন্ধ সময়, আর বিরহের জ্বালা।
ছবির ক্যানভাসে সূর্য, আকাশ রক্তধারা
সুখ-স্মৃতি সব যেন, ঐ দূর আকাশের তারা।
এতখানি ক্রন্দন এতখানি বেদনায় কে বা দেবে সাড়া?
রাতের বেদনা, কে শুনেছে কবে? ঐ রাতপাখি ছাড়া!
মৃত লাশের মনে তবুও যেন, কার ছবি ভাসে
কেন জানি বারবার, তার নাম উঠে আসে।
অশরীরী কারা যেন, ঘিরে বসে আছে লাশের চারপাশে
ওধারে, সুইসাইড নোটখানা, কী ভীষণ ব্যাঙ্গভরে হাসে।
তবুও মন কেন যে, মনে মনে তাকেই ভালোবাসে?