হীমেল হেমন্তে শ্রান্ত বিকেলে যখন কাননে ডাকিছে পাখি
শ্রবণে তাহার পদধ্বণি তৃষিত কর্ণে, আমি কান পাতিয়া রাখি।
বিরহে তাহার, কোথা রাখিব ঢাকি আমার আকুল আঁখি,
চিকুটি ধূমিকার আড়ালে আর্যমা হাসে, চাঁদ যেমন চাঁদনির আশে
একবার যদি সে আসে, বাঁধিয়া রাখিব তারে বাহুডোর পাশে।
ভগ্ন এ হৃদয়ে কে তারে আনিছিল ডাকি?
আপনা হতে আসিছিল সে, দিয়ে গেল আমারে ফাঁকি,
জানি সে ফিরিবে না, মন তবু দিন গোনে তার আশায় থাকি।