অলকানন্দার ঊর্মিমুখর অনুরননে লিখেছি তোর নাম
বুঝিনি জীবন নদীর পরের ঢেউয়ে তা মুছে যাবে।
আমার মন শয়তানের কৃষ্ণগহ্বর
অথবা ঈশ্বরের অসীম বিবর।
এখন আমি আর কারো পথ অনুসরণ করি না;
তাঁরা দুজনে মিলে অন্ধ করে দিয়েছে
একটি একটি করে আমার দুটি চোখ।
অগ্নীর আর শীতল নীর, দেখেছি তাদের অবৈধ যৌনতা।
দুঃখ নদীর পাশে মূক ও বধীর শহর
নিঃশ্বাস বিহীন জনমানব, অদ্ভুত মৌনতা।
ভাগ্যিস জীবন নদী একদিন মুছে দিয়েছিল তোর নাম;
তাই জোর গলায় বলি
আমার কোন স্বর্গ নেই,
আমার কোন নরক নেই,
আমার কোন জন্ম নেই,
আমার কোন মৃত্যু নেই,
তবুও স্বিকার করি,
ঠিক জানি না তোকেই কেন- এতদিন খুঁজে বেড়ালাম?