আমার বিষাক্ত দাঁত শিউলি একদিন তোর কমলা বোঁটায়,
আমার গরম নিঃশ্বাস শিউলি একদিন তোর সবুজ পাতায়।
শিউলি একদিন তুই মালায় গাঁথা পূজার গন্ধে পূজার সাজে,
শিউলি মন যে আমার তোর পেলব সাদা পাঁপড়ির খাঁজে।
একদিন আমার আঙুলগুলো তোর কান্ডের ছাল বাঁকলে,
একদিন আমার প্রথম মরণ, ঝোড়ো বাতাস তোর হিল্লোলে।
শিউলি সেদিন আমার তপ্ত জিহ্ব তোর শিকড়পদের সন্ধিতে,
শিউলি সেদিন আমার নরম ওষ্ঠ তোর ঐ নব বয়ঃসন্ধিতে।
একদিন যখন সময় মত তোর বৃন্ত থেকে, চিরতরে যাবি ঝরে,
একদিন আমিও তখন বার্দ্ধক্যে, আমায় না হয় বাসিস ভালো খুব করে।