ও মেয়ে তুই ঘুরিস কেন চোরা পথের বাঁকে,
ও মেয়ে তুই বিলোস কেন উষ্ণতা যাকে তাকে।
ও মেয়ে তুই জানিস না! জন্তুগুলো এই অন্ধকারেই থাকে,
ও মেয়ে তুই নামিস কেন এই জাহান্নামের পাঁকে?
ও মেয়ে তুই জানিস না! এইখানেতেই নিশি কেমন ডাকে;
ও মেয়ে তুই আসিস না রে, কখন যে পড়বি দূর্বিপাকে!
ও মেয়ে তুই বুঝেছিস্! পেট আছে তাই পেটের জ্বালা...
ও মেয়ে তুই শুনছিস্ কি উপদেশ! না কি বৃথাই বলা।
ও মেয়ে তুই ভোর সকাল থেকেই কেন বিলাস?
ও মেয়ে তুই দিনের বেলায়ও এমন কেন খুলে দেখাস?
ও মেয়ে তুই কি কারনে, পেট আছে তাই পেট খসাস?