আমি সেই কবি, যার কবিতা অশ্লীল এবং
ছান্দিক পর্ণগ্রাফির নীলসাহিত্য রূপে বিবেচিত হয়।
আমি সেই  কবি।
সেই উন্মাদ কবি, যে নৈস্বর্গ প্রকৃতি প্রেম হাস্যরসের
কাব্যিক বিষয়, দিয়েছে বিসর্জণ
          আর কবিতার নামে শব্দ দূষণ-
বিদগ্ধ সমাজ, কুসংস্কার অপসংস্কৃতি আর
দূর্বিসহ অনাচারের মুখে
শব্দের মুত্র ত্যাগ করি, আর কবিতার জলাঞ্জলি।


নূন্যতম নাগরিক পরিসেবা যেন কষ্টের মুদ্রাস্ফিতি
তাই নিয়ে চলে, নেতাদের গনিকাবৃত্তি,
                                   আর যতসব ছেনালি রাজনীতি।
কেউ ছবি আঁকে, সরকারী গুন্ডারা তাকে জেলে পোরে-
প্রকাশ্য দিবালোকের জনসভায় সাংসদের উৎসাহ দান
দেশ জুড়ে ধর্ষণ বাড়ান।
মানুষের বাকস্বাধীনতা,
রোজ ধর্ষিত হবে, যদি গ্রেপ্তার হই এই ভয়ে।
হ্যাঁ উন্মাদ কবির এ অশ্লীল কাব্য...
এ কোনো প্রতিবাদী ইস্তেহার তো নয়।


আমি তো চাই অশ্লীলতার দায়ে ফাঁসি হোক আমার,
প্রচলিত রীতিনীতির সাথে, রাজনীতি ও নেতাদের
ঠিক যেন;
স্ত্রীকে লুকিয়ে চুপিসাড়ে সোনাগাছি...
বেশ্যার সাথে অবৈধ রতির চুড়ান্ত নির্লজ্জতা,
বেকারত্ব শিল্পহ্রাস লকআউট
এই সব ছোঁয়াচে রোগের থেকে সুরক্ষিত
সঙ্গম হেতু কন্ডোমের মত ব্যবহৃত আমজনতা।
সাধারণ নির্বাচন নামের যৌনক্রিড়া শেষে,
নীতির বীর্যসহ, জনকন্ডোমের খোলা মুখে
কেন্দ্রীয় বাজেটের গিঁট মেরে, জানলা দিয়ে-
পাশের নোংরা নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া,
তাই তো এই উন্মাদ কবির, এ অশ্লীল কবিতা।
--------------------------------------X-------------------------------