সম্মিলণী পদচারনায় হঠাৎ সৃষ্ট ধুলিপটল
                   ঢেকে দিল গোধুলি রাঙা রোদসী।
গবাদিরা সব ধরেছে উল্টো পথ-
বিহায় হিয়ায় ডানামেলে উড্ডিণ ঘরমুখো পক্ষীরাজী
                   কেউ বা সওয়ার ঘর ফিরতি গরুর পিঠে।
বিক্ষিপ্ত ভাবে উড্ডিয়মান ঘাস ফড়িংয়ের দল
                    ধীরে ধীরে স্থিতু হয় শাপলা, শালুক ইত্যাদিতে...
                                                                  নীল ফল্গুর জলে।



প্রদোষের পদধ্বণি, অতঃপর তমসা আসল বুঝি
                     অতীতের যত স্মৃতি, ভীড় করে দেয় উঁকি,
দিন দিন প্রতিদিন বিনিদ্র বিভাবরীর অবহেলা;
                     মাতাল দিনমান অক্ষিপল্লবে তন্দ্রার খেলা
"স্লিপিং পিল" এ খুঁজেছি, মাধবী তোমায়, এই খেলাঘরে।
                     একটা, ঠকে যাওয়া মানুষের, কিছু মুগ্ধতার
স্মৃতি, কিছু ব্যার্থতা, আর তোমার খেলাপ করা সব কথা
                     আজ বিলীন করে দিয়ে গেলাম,এই...
                                                             এই নীল ফল্গুর জলে।