পুরোন ডাইরি হঠাৎ খুলতে মৃত গোলাপের শব
কে কবে দিয়েছিল, কিচ্ছু মনে নেই।
কতগুলো চাতক পাখির পুরুষালী হাত ধরে
হেঁটে গিয়েছি, প্রয়োজন শেষে দিয়েছি ছুঁড়ে।
আজ যা ভালো লাগে, কাল তা লাগে না
আজ যাকে ভালবাসি, কাল তাকে বাসি না
যা দেখে আজ মুগ্ধ হই, কাল সে মুগ্ধতা থাকে না।
কত কে, কত কি, উপহার
মনের ঘরে জমে ওঠা স্মৃতিভার।
কত কে? থাকতে চেয়েছিল মনজুড়ে,
তাদের রেখেদিলাম শরীরেমুড়ে।
সময়ের হাত ধরে ভালোবাসা, পাল্টে যায়
আগে যায় যার, লোকে দোষ দেয় তার।
প্রতিবার, প্রতিবার আমারই যে কেন,
আগে বদলাত। ক্ষনে ক্ষনে আজও বাদলাই যেন।
তবু আছে, মনে থেকে গেছে নির্মল
ভুলে গেছি বাকী সব কঠিন ও সুকোমল।
মধ্যগগন শৈশব, দগ্ধবেলা সে তখন ফাগুন
চারিধারে পলাশ, কৃষ্ণচূড়া আকাশে আগুন।
খেলার পুতুল ভেঙে, সারারাত ভেজানো বালিশ
চোখ মুছেদিলো নির্মল, একটি মাত্র, তবু সে
আমায় দিয়েছিল তার খানি। তারপর এতদিন
উপরে উঠতে উঠতে, নিচে আর কিছু দেখিনা।
উঠতেগিয়ে সবাইকে রেখেদিলাম গাত্রপাত্র ভরে,
ওঁকেই শুধু কিছু হলনা দেওয়া,
হয়ত তাই ভুলি নাই
তারপর কোন দিন তাঁকে আর দেখি নাই...
দেখি নাই, তবু মনে আছে নির্মল।।
------------------------------------x--------------------------------