তুলো মেঘে ঢেকে দিলাম রাস্তা;
পশ্চিমাগত একটা ঝোড়ো হাওয়া।
তোমার মেঘের খোপায় গোলাপের কুঁড়িগুলোকে
দেখেছিলাম বিকশিত হতে।
দুঃখকে খুঁজেছিলাম অলিগলি সাগর সিন্ধু,
সূর্যাস্তের শেষ রং মুছে যায়, তোমার চোখে
সাতটি তারার ঋষি মণ্ডল।
এভাবেই রবীন্দ্রসদন আর অ্যাকাডেমির গ্যালারি,
খাজুরাহের ভাস্কর্য, ক্ষয়িষ্ণু সময় যৌবনে
হাত ধরে থাকা হেমেন মজুমদার।
দাঁড়িয়ে ছিল বিনোদিনী,
তানপুরাখানি বাড়িয়ে দিয়ে।
তোমার লাল শাড়িটায় দাগ লেগে যায়-
গান্ধর্ব প্রেমধারায় অবগাহনের...
শান্ত হয় উদ্দিপিত পিটুইটারি,
থেকে যায় অমলিন ভালোবাসা ও যৌবন।।
---------------------------------x----------------------------------