মেঘ ভালোবাসে মাটিকে, মাটি বাসে আকাশ-
আকাশ হয়তো মেঘ, কিংবা অন্য কেউ
চাঁদ সূর্য তারা ধূমকেতু। নাঃ আকাশকে আজও-
আজও  বুঝে উঠতে,       এখনও পারেনি মেঘ...
মেঘ বুঝেছে মাটির ব্যাথা, পাগল বোঝে প্রেমের কথা
আকাশ খেলো সকল লাজের মাথা।

উপরপানে চেয় রয় মাটি, চক্ষুখানি তুলে
তার উপরেও আকাশ থাকে,  মেঘ গিয়েছে ভুলে।
মাটির মতো কলঙ্কিনী আর কি আছে কূলে
ঘর ছেড়েছে, পর ছেড়েছে, বলী হয়েছে, প্রেম মাখানো শূলে

বৈশাখ মাস, আকাশের লাগি, মাটি বিরহীনি যত
দিন আসে আর যায়, মাটির বুকখানি করে যায় ক্ষত-বিক্ষত।
বুক ভাঙা মাটি, ছোট ছোট শ্যাওলা পানার মত
অযুত-নিযুত গুনে দেখো, টুকরো হয়েছে কত।

মাটির সে ভাঙা বুক দেখে মেঘের মুখটি কালো
প্রিয়তমাষুর হেন হাল দেখি কার গো লাগে ভালো
মেঘ কেঁদে ভাসে, শ্রাবন ধারায়- ভরা বাদলের মাসে
মাটি তবু বোঝে কি, মেঘ তারে কত ভলোবাসে!

মেঘের মুখ কালো হলো দেখে শরৎ আকাশ নীল
সবার মনের বোঝা বুকেতে নিয়ে উড়ে যায় গাঙ্চিল।
মাটির বুকে সবুজ আভা... মেঘের মুখ সাদা
আকাশ ভাবে তার নীলেতে মেঘ ধুয়েছে কাদা।

দূঃখ গুলো সব ধুয়ে মুছে সাফ, জমে ছিল যত রাশি
মেঘের সাদা মুখ দেখে আজ আকাশ কত খুশি,
আকাশের খুশিতে, মাটির মুখেও উঠল ফুটে হাঁসি
মাটির হাঁসি, মেঘ ডেকে কয়- কলঙ্কিনী আমি তোরেই ভলোবাসি।

আকাশের বুকে মেঘ খেলে যায়,
এ ব্যাথা মাটি লুকাবে কোথায়।
মেঘ, সে তো এই আসে, এসে চলে যায়,
আকাশে বুক জ্বলছে জ্বালায়।
মাটির বুকে ঝরে মেঘ, মাটির বুক জোড়ায় বাদল ধারায়,
মেঘের এত প্রেম, মাটি তবুও তারে ফেরায় অবহেলায়।

                  ------------x--------------