"মেড ফর ইচ আদার"
লেখার সৌভাগ্য হবে না কখনো হয়তো!
হয়তো ভুলে যেতে বসবো কিছু মুহুর্ত,
কিছু ভালোলাগা, কিছু অপেক্ষা!!

হয়তো মনেই পড়বে না কিছু পরিসীমা
দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার কখনো মিলন হবে না
বুঝে ওঠা হবে না- 'আয়ত, বর্গ কিংবা রম্বস'!

হয়তো আর দেখা হবে না
দেখা হবে না কোনো অশ্রু
টলটল করে উপচে পড়া কোনো সময়
হাত দিয়ে স্পর্শ করা হবেনা কারো কপোল
কষ্ট ভাগাভাগি করা হবেনা, সাহস দেয়া হবেনা
মুখে তুলে খাইয়ে দেওয়া হবে না!

কিছু স্বপ্ন ভেঙে চৌচির হয়ে যাবে
আবার স্বপ্ন দেখতে থাকবো,
তুমি হয়তো কারো বুকে স্বপ্নের ঘর বুনবে
মনেই হবেনা- কতো নিদ্রাহীন ডাহুকের হাহাকার মেশা আর্তচিৎকার
আমি আশায় বুক বাঁধবো বেঁচে থাকার!

দু'জনেই হয়তো বেঁচে যাবো কিংবা বেঁচে থাকবো
কখনো কাউকে প্রয়োজন হবেনা!
নয়তো সাহস হবেনা কাছে ডাকবার
ভুলে যাবো সবকিছু ; তুমি, আমি, আমাদের!!