তোমার বাসার সেই মামাটা আমাকে ফোন করেছিল-
আমরা কেমন আছি জানার জন্য,
আমি বলেছি- আলহামদুলিল্লাহ।
তুমি কেমন আছো বলোতো!

আমাদের বিচ্ছেদের খবর কেউ জানেনা
সবাই জানতে চায়- কেমন চলছে আমাদের জীবন?
উত্তরটা তুমিও তো লিখতে পারো!

ঢাকা কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম
আজিজ মার্কেটের শাড়িতে তোমাকে ভীষণ মিস করেছি জানো?
সেই হলুূদ রঙের শাড়িতে আমার চোখ আটকে গেছে
যেটা তোমাকে কিনে দেওয়ার কথা ছিল!

নীলক্ষেত থেকে আমার চাকরির প্রস্তুতির জন্য বই কিনে দিয়েছিলে
সেই বইগুলো পড়তে ইচ্ছে না করলেও নিয়ে বসে থাকি!

শাহবাগ মোড়ের জারবেরাগুলো তোমায় ভীষণ মিস করে
তোমার গন্ধ, তোমার স্পর্শ, তোমার উপস্থিতি
আমার কবিতার খাতায় তোমার অস্তিত্ব
সব আজ অভ্যেস ছাড়া কিছু নয়!

শহরের রিক্সাগুলো গোধূলিতে তোমাকে খুঁজে বেড়ায়
শহীদ মিনার, টিএসসি কিংবা ফার্মগেটের পথে পথে।

তুমিহীন আমার এ শহরটা আজ ডুকরে কাঁদে
হারিয়ে যাওয়া গোধূলি ফিরে পেতে মরিয়া ;
ফিরে এসো এই পথে প্রিয়তমা-
তোমার অপেক্ষায় কাটাতে পারি;
পুড়ে খাক হওয়া সহস্র রাত।।

ফিরে এসো প্লিজ