প্রকৃতি তুমি কত সু্ন্দর, অপরূপ তোমার রূপ
রূপ দেখে তোমার পাখ-পাখালী হয়ে যায় যেন চুপ।

প্রকৃতির বুকে বয়ে চলে পদ্মা, মেঘনা নদী,
খুজে নিয়ো আমায় তোমার মাঝে হারিয়ে যায় যদি।

প্রকৃতির মাঝে থাকবো আমি জনম জনম ধরে,
প্রকৃতি আমার তোমার মাঝে নিয়ো আপন করে।

মনটা আমার ভরে ওঠে পূবালি বাতাসে,
প্রকৃতি তোমার ভালবাসা এই মনেতে ভাসে।

প্রকৃতি প্রকৃতি প্রকৃতি তোমার বড় মায়া,
রোদ বৃষ্টি ঝড়ে তুমি দাও যে আমায় ছায়া।

প্রকৃতির বুকে চাদ-সূর্য মারে যেন উকি
তাই প্রকৃতির নাম দিয়েছি আমি সূর্যমুখি।    


প্রকৃতি তুমি বড় সুন্দর হয়না তুলনা,
তোমার বুকে পায় যেন ঠায় আমায় ভূলনা।

পাখ-পাখালীর মরুর গানে রাখবো তোমায় ঘিরে
তোমার মাঝে লুকিয়ে রব আসবো আবার ফিরে।

প্রকৃতি তুমি এই জগতে সবার চেয়ে সেরা,
প্রকৃতি তুমি পাখ-পাখালীর ভালবাসায় ঘেরা।


মনটা সবার ভরে ওঠে পাখ-পাখালীর গানে,
প্রকৃতির মাঝে আসবো ফিরে ভালবাসার টানে।

প্রকৃতি প্রকৃতি প্রকৃতি দেখতে তুমি বেশ
প্রকৃতির বুকে মাথা রেখে কবিতা করলাম শেষ।