মাটির ঘরে থাকবে শুয়ে
তুমি যখন একা,
কেউ হবেনা আপন তোমার
পাবেনা কারো দেখা।
ইসলাম হলো শান্তি তোমার
নামাজ তোমার সাথী,
নামাজ পড় জ্বলবে তবে
আধার ঘরে বাতি।
বাড়ি গাড়ি দালান কোঠা
কিছুই মোদের নাই,
তবু কেন আমরা সবাই
আল্লাহ কে ভুলে যাই।
মাটির গড়া দেহ তোমার
হবে আবার মাটি,
নামাজ রোজা বান্দা তোমার
দ্বীন ইসলামের খুটি।
ইসলাম মানো নামাজ পড়
শোন আল্লাহর কথা,
না মানিলে কবর মাঝে
পাবে তুমি ব্যাথা।
মাটির দেহ ঐ মাটিতে
যাবে আবার মিশে,
মাটি তোমায় দিবে আযাব
মারবে তোমায় পিশে।
কি ব্যবহার করবে মাটি
কেউতো জানেনা?
মাটির বুকেই থাকতে হবে
মাটিই ঠিকানা।