আর কতদিন ভিজবে দুচোখ থাকব আমি একা
এই জীবনে পাবকি মা আমি তোমার দেখা।

শিশুকালে মাগো তোমার ছিলাম যখন কোলে
কত আদর করতে মাগো তোমার মনটা খুলে।

কষ্ট যখন দিতাম তোমায় দুষ্টু মেয়ের ছলে
মাগো তোমার ওই দুটি চোখ ভিজতো চোখের জলে।

মাগো তুমি কষ্ট করে বড় করেছো আমায়
বিনিময়ে মা বল আমি কি দিয়েছি তোমায়।


দিয়েছি তোমায় কষ্ট মাগো তুুমি দিয়েছিা আশা
তোমার বুকে রেখেছি মাথা পেয়েছি ভালবাসা।

মাগো তোমায় দেখতে আমার বড় ইচ্ছা করে
কেমন করে দেখবো তোমায় আমি যে বহুদুরে।

মাগো তোমার ওই সোনামুখ দেখতে নাহি পায়
ইচ্ছে করে তোমার কাছে ছুটে চলে যায়।

কেমন করে থাকব ভুলে তুমি আমার মা
দুর থেকে তাই ডাকি তোমায় মা মা মা।


মা তুমি আজ বহুদুরে দেখতে তোমায় পায়না
মাগো তোমায় মনে পড়ে আর তো দেরি সয়না।

জানিনা মা কবে আমি পাবো তোমার দেখা
থাকতে আর লাগেনা ভালো আমার একা একা।

আর কত দিন ভিজবে দুচোখ থাকব তোমায় ছেড়ে
থাকতে বড় কষ্ট লাগে দুচোখে অশ্রু ঝরে।

কি নিয়ে মা যাবো আমি বল তোমার কাছে
কেমন করে থাকব মাগো আমি তোমার পাশে।

তোমায় ছেড়ে একা যখন এলাম আমি চলে
কি জানি মা কি বলতে কিযে এলাম বলে।

তোমায় ছেড়ে মনে হয় মা যাবো আমি মরে
মা তুমি আজ আমার থেকে আছো অনেক দুরে।