পর্দা ছেড়ে লজ্জা ভেঙ্গে
চলছে দেশের নারী,
তাদের নামে করতে হবে
১৪৪ ধারা জারী।
জিন্স প্যান্ট পরে বেড়ায় ঘুরে
পুরুষের রূপ নিয়ে,
কে বলে সে বাংলার নারী
কে বলে সে মেয়ে।
ছোট পোশাক পরে তারা
দেশ বিদেশে ঘুরে,
কোন কথা বললে আবার
পুরুষের দোষ ধরে।
ডিজিটাল হলো বাংলার নারী
কাটলো মাথার কেশ,
পুরুষেরা বলে নারী তোমায়
দেখতে লাগে বেশ।
ডিজিটাল বাংলার নারী তুমি
উপরে ফিট-ফাট,
সব পুরুষে চায়যে তোমায়
মধ্যে সদর ঘাট।
ডিজিটাল বাংলাদেশ আমার
ডিজিটাল বাংলার নারী,
জিন্স টি-শার্ট পরো তুমি
পরোনা কেন শাড়ী?
লাল লিপস্টিক ঠোটে তোমার
বেড়াও পুরুষ নিয়ে,
কেমন করে ভাববো আমি
তুমি বাংলার মেয়ে।
ডিজিটাল হলো বাংলার নারী
ডিজিটাল হলো দেশ,
ডিজিটাল বাংলার নারী তোমায়
দেখতে লাগে বেশ।
ডিজিটাল বাংলার নারী তুমি,
ছাড়লে পরনের শাড়ি,
এই তো আমার বাংলার মেয়েে
এইতো বাংলার নারী।