একি সাথে থাকি মোরা
সকাল বিকাল সন্ধ্যা,
আপন করে তাকে নিয়েছি আমি
দিয়ে রজনী গন্ধা।

যেখানেই যাই দুজনেই যাই
বেড়ায় ঘুরে হাসিমুখে,
পৃথিবীর যত সুখ ভালবাসা
সবই যেন তারি বুকে।

পাখির মত যদি থাকতো ডানা
উড়ে যেতাম বহুদুর,
হাসি খুশিতে ঘুরে বেড়াতাম
জীবন হতো মধুর।

এই জীবনে সে অনেক দামি
মায়া ভরা তার ঐ মুখ,
দেখলে তারে এই বুকেতে
লাগে যে বড় সুখ।

হাতে হাত রেখে তার নিয়েছি শপথ
যাবো না কভু দূরে,
আপন করে রাখব তোমায়
আমারই মনের ঘরে।

রাত নেই দিন নেই
দুজন মিলে করি শুধু মাস্তি,
দূরে গেলে সে এই দুচোখে
ঘুরে বেড়ায় তার ভালবাসার স্মুতি।

চোখে চোখে তার সাথে হয় যে কথা
বোঝায় মনেরই ভাষা,
স্বপ্ন দেখি তাই দুজনে মোরা
হয় যেন পূর্ণ এ মনের যত আশা।

জীবনে চলার পথে একজন সে
সবার চেয়ে দামী,
তাকেই শুধু সপেছি জীবন
ভালবেসেছি আমি।

দুজন দুজনে থাকব মোরা
মিলেমিশে একাকার,
এক সাথে মোরা থাকবো দুজন
আসুক যতই আধার।


বলতো  সে কে?