বাবা তুমি আমার বাবা
আমি তোমার মেয়ে,
কত আদর করতে বাবা
আমায় বুকে নিয়ে।
বাবা তুমি আজ অনেক দুরে
কওনা যে আর কথা,
থাকিতে বুঝিনি তোমায়
দিয়েছি কত ব্যাথা।
সব ব্যাথা হায় সয়ে তুমি
রাখিতে বুকে,
করতে আদর বলতে কথা
তুমি হাসি মুখে।
কেউ তো এখন বলেনা বাবা
ওরে পাগল মেয়ে,
তোমার মত নেয়না বুকে
কেউ আমায় জড়িয়ে।
আমি ছিলাম তোমার কোলে
খুব আদরের মেয়ে,
বুকটা আমার ভরে গেছে
তোমার ভালবাসা পেয়ে।
চলে গেছো বাবা তুমি
দিয়ে বুকে ব্যাথা,
মনে কি পড়ে না বাবা
তোমার মেয়ের কথা।
ভালবাসা তোমার বুকে
ছিল কত জানি,
তবুও ঝরিয়েছি বাবা
তোমার চোখের পানি।
আল্লাহর কাছে এই মিনতি
বাবা তোমার জন্য,
বেহেশতের সুবাসে তোমার জীবন
হয় যেন গো পূর্ন।
ক্ষমা করো বাবাকে আল্লাহ
করি মিনতি,
বিশ্বাস যেন থাকে আল্লাহ
তোমারই প্রতি।