আমি কবি নয় তবুও
লিখি কবিতা,
এই মনে ভেসে ওঠে
তোমার মায়াবি মুখের ছবিটা।
আমি কবি নয় তবুও
কবির মত চলি,
তোমার সাথে যত কথা
আমি কবির ভাষায় বলি।
কি কবিতা লিখবো আমি
পায়না খুজে ভাষা,
তোমার মাঝে আছে আমার
স্বপ্ন ভালবাসা।
কবি আমি নয় তবুও
মুখে মিষ্টি হাঁসি,
ফুল বাগানে ফুল ফুটেছে
যেন রাশি রাশি।
সেই ফুলের গন্ধে
মন ছুয়ে যায় কবিতা আমি লিখি,
দুর অজানায় মন চলে যায়
রঙিন স্বপ্ন দেখি।
কবি আমি নয় তবুও
থাকি ফুলে ফুলে,
মন ছুয়ে যায় বেড়ায় যখন
নদীর কূলে কূলে।
সেই নদীর পাড়ে বসে থাকি
দেখি নদীর খেলা,
আমার মনে বয়ে চলে
ভালবাসার ভেলা।
কবি আমি নয় তবুও
মনে স্বাদ যে জাগে,
এমন কেন তোমাকে নিয়ে
স্বপ্ন দেখিনি আগে।