দুজন সভ্য জেব্রা হিংস্র হয়ে ঢুকলো গভেষনাগারে
মাংসের উগ্র গন্ধ পেয়ে
তারা বুনো-সিংহের মতো জন্তু হতে চায়,
প্রথমজনের খিদেহীন লোভ--পাখির মতো--
বেড়ে ওঠা নখ ধারাল,
দ্বিতীয়জন জিহ্বা মজবুত করেছে মাংস ভেঙে নিতে।
সকল জীবেরাই সর্বোচ্চ শক্তি খরচ করে সংঘর্ষে;
যেমন ওই ছাত্রের অস্ত্রোপচার করা হাত
কসাই-এর মতো হয়েছে,
টেবিলে রাখা স্ত্রীলোকের মৃতদেহ--
বারবার জেগে ওঠে হাড়ের ঘাটতি পূরণে;
দ্রুত তাদের খেয়ে নিল অসভ্য দুটো জেব্রা।
স্বল্পকালের সিংহপেশি পেয়েও ফিরে এল
জেব্রার ঠান্ডা শরীরে,
একশোবার মিলনক্ষম-সিংহের স্বাদ তারা পায়নি।
আবার স্বাদ গজায়,নেশা গর্জিয়ে ওঠে,
অস্থি-র গায়ে রক্ত
খাদ্য উগড়ে আসার মতো ক্লান্তি নিয়ে
অরুচি আর পাপ জমা হয়;
স্থায়ী সিংহ তবু তারা হতে পারে না।
এখন গভেষনাগারে আরও দুটো মৃতদেহ
পাশে দুটো সন্তান;যারা শান্ত জেব্রাদের মতো হয়নি
অসভ্য কন্যার সঙ্গে খেলা করে বন্য ঐরাবতের দল,
হন্যে জেব্রা শিশুটি
সারাদিন হরিণীর মাংস খেয়ে বেড়ায়।
(নারীবিষয়ক)