''যন্ত্রণা কি, তা কী জানো তুমি ?
                                আমি জানি...
একবার তোমার শরীর কেটে যদি
          আমার সন্তান বের করে আনি!''

''অসুখ কি, তা কী বোঝো তুমি ?
                                 বোঝা শক্ত...
যদি তোমার নাক মুখ দিয়ে বেরিয়ে আসে
               আমার সারা সপ্তাহের রক্ত!''

''নারী কি, জানো তারা কিভাবে বাঁচে?
                                 কেন কাঁদে?
যদি একবার বস্ত্রহীন রক্তাক্ত দেহে
                 তুমি চ'লে আসো সংবাদে!''

''হরন কি, তা কী জানতে পেরেছো
                            তুমি কখনোও?
একবার কোনো জন্তুর শিকার হওয়া
                 পুরুষের কাহিনী শোনো।''


                   (নারীবিষয়ক)