তোমার শীতলতম দেশে
                   আমি উষ্ম দেশের মানুষ;
       আমাদের মিশে যাওয়া কঠিন।
         সেখানে বেঁচে থাকা কঠিন
যেমন আর্কটিক বরফে বাঁচতে পারে না
                        উত্তর সভ্যতার উষ্ম প্রাণি;
          তোমার সংস্পর্শে ভেঙে যেতে পারি
উষ্ণ লন্ঠনে শীতল স্পর্শে যেভাবে
                      গুড়ো হয় কাচের চিমনি;
অথবা আমার সংস্পর্ষে থাকবে না
             গলনে পর তোমার বরফের অস্তিত্ব..

আমার অন্ধকার মহাদেশে
                  তুমি আলোর শহরের মানুষ;
         এখানে তোমার বেঁচে থাকা কঠিন
যেমন রাতের শালোকসংশ্লেষ না পেয়ে
                         উদ্ভিদ মারা যায়;
               পাবে না এখানে নিশীথ সূর্য।
             আমি নিশাচর হয়েও রাতকানা
               তুমি আঁধারে চলতে অক্ষম,
যদি এই অন্ধকার জগৎে দুটি প্রাণ হাড়িয়ে যায়!