এখন ডানদিকের হাতে 'কারা' রচনা
           যেমন বাঁহাত নিয়েছে 'কোরা'র রুপ..
বংশানুক্রমিক বিচ্ছিন্ন হয়ে আসা-
             যমজ মানুষের মতো,
       সমতাবিধানের চরিত্র হতে চায় তারা।
কখনোও 'কোরা'র উপরে--
   স্বাক্ষরের কারুকার্য আঁকে 'কারা'র দক্ষ কলম;
কখনোও 'কারা' ক্লান্ত হ'লে, 'কোরা' তার হাত ধরে,
যেভাবে কখনোও,
    'কারা' কলম ধরিয়েছিল 'কোরা'র হাতে..
     'কোরা' -- এক জন্মগত অদক্ষ মানুষ,
কখনোও যদি সে দক্ষ জন্ম পায়--
ব্যাতিক্রমি মানুষের বাঁহাতে শক্তিশালী 'কোরা' রুপে
         দূর্বল 'কারা' নীয়ে তাকে চলতে হয়।
তুলারাশির মতো দুই হাত সমান চলতে পারে না;
             -যতই তারা যমজ হতে চায়,
এই সংসারে পৃথক লিঙ্গের দুটি নর-নারীর মতো--
      তারা সারাজীবনের অসমান্তরাল মানুষ..


আচমকা এই যুদ্ধের দেশ,
    'কারা'র হাতে তুলে দেয় অস্ত্র,
         বাধ্য 'কোরা' হাতে তুলে নেয় বর্ম;
'কারা'র অস্ত্রে শত্রুপক্ষের 'কারা'র অস্ত্র যুদ্ধ করে,
যে শত্রুর অস্ত্র থেকে 'কোরা' বাঁচিয়ে বাঁচিয়ে-
         সুরক্ষায় রাখে 'কারা'র প্রিয় প্রাণ।
'কারা' আরও অস্ত্রের কোঁপে সম্মুখে-
    অন্য কোনো 'কারা'কে রক্ষা ক'রে চলা
                     কোরাদের নষ্ট করে,
যতটা বর্ম, অস্ত্রাঘাতে ক্ষয় হতে হতে
                       নীজের 'কোরা' নষ্ট হয়।
থাকে, রক্তাক্ত অস্ত্রে মাখা-
                        কারার একা জীবন্ত প্রাণ;
আর মাটিতে প'রে থাকে রাশি রাশি-
                খ'সে পরা মৃত 'কোরা'র প্রাণ...