কোনো এক সময়--
পৃথিবীর দুই প্রান্ত থেকে
যে দুটি অদ্ভুৎ মানুষ হেঁটেছে
পৃথিবীর নিরক্ষীয় সন্ধানে..
চাঁদের পাহাড় সন্ধানে নয় শঙ্করের মতো-
একা যুবকের
চাঁদের মৃত্তিকা সন্ধানে নয় চাওলার মতো-
একা বালিকার
তাদের মিল হওয়ার কথা ছিল
যুগ যুগ ধ'রে;
তারা জির আর অক
তারা মিলতে পারে জীবনে মাত্র একবার,
একটি মাত্র দিনে।
তাই তাদের হাঁটা
ক্লান্ত শামুখের ধাপে তবু শিকারী চিতার মতো-
দ্রুত চেষ্টায়..
একই সময়ে দুটি মুখ মিলিত হওয়ার কারণে।
যদি সময় অতিক্রান্ত হয়ে যায়!
যদি দেখা আর না হয় জির অকের কোনোদিন..
তাদের মুখোমুখি হওয়া দরকার একই ঋতুতে
বংশানুক্রমিক নিয়মে;
না হলে আগামী প্রজন্ম লুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে
ম্যামথ, সরিস্কিয়া, আর্কেওপটেরিক্সের মতো
তারা হাঁটে উষ্ণতম প্রান্ত থেকে শীতলের দিকে
বরফের থেকে আর্দ্রতার দিকে..
অবশেষে পায়ের নিচে শুখনো ঘা থেকে
পথের পাথরে তাজা রক্ত বের ক'রে তারা পৌছয়
অন্ধকার দ্বিপের রাতে
জির অক -- মুখোমুখি--
একটি ঠোঁট অন্য ঠোঁটে শঙ্খের মতো;
দুটি হাত ঘনচুলে বিদ্ধ চিরুনির মতো;
--মিশে যায়-- দুটি শরীর মিলনে লিপ্ত নাগের মতো
মাটির কাছাকাছি..
ক্যাঙ্গারুর থলির গভীর অন্তরে রাখতে চায়
একে অপরকে;
যে অন্তর থেকে
ফিরে যেতে চায় না আর--
যে আগুনের ভয়েও মৌচাকের সঞ্চয় ছাড়তে চায় না
শ্রমিক মৌমাছি।
তবু তাদের ফিরে যেতে হবে
পৃথিবী দুই প্রান্তে;
নিরক্ষীয় রেখায় তারা বাঁচতে পারে না
থাকে না বাঁচার অধিকার
থাকে না কোনো মানুষেরই
থাকে সেখানে শুধু কাঁটাতার....