অলংকারের যুগ ছন্দপতনে দারুন নিস্তব্ধ--
আপনি শাদৃসবাচক শব্দ
জির অকের উপমা তূলনায় উপমেয় উপমানের
মধ্যভাগে।
পৃথিবীর দুই প্রান্ত থেকে বহুকাল আগে
দুই অন্ধ নিশাচর মিশেছিল আরো অন্ধকার দ্বীপে,
জীবনের একবারের মতো দৃষ্টিপ্রদীপে--
অচেনা বদনের রূপ দেখে নিতে চায় একে
অপরের মুখে;
বহুকাল নিজেকে ভুলে থাকা মানুষ অসমতল-
পৃথিবীর বুকে
সামান্য সঞ্চয়ে কাচের মতো জলের প্রতিবিম্ব থেকে
যেন চিনে নিতে চায় একবার নিজেকে।
সকলে তো পায় না জিরকের সন্ধান;
একা মরুতে খোঁজে সমস্ত জীবনের মরুদ্যান,
মরীচিকা খুঁজে পায়;
যে মিথ্যা দর্পনের সন্ধানে ছুটে ছুটে নিজের রূপ
ভূলে যায়।
হয়তো একে অপরকে ভুলে যেতে পারে-
জির অক; আপনি তাদের মধ্যবর্তি দর্পন-চোখ
এই অন্ধকারে
একে অপরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্যে;
তারা পথ ভুলে যেতে পারে এই ঘন অরণ্যে
আপনি সভ্যতায় নর নারীকে নিকটে আনা চুম্বক,
যে কারনে মুখোমুখি বসতে পারে জির অক;
তারা তো বোঝে না একে অপরের ভাষা
জিরাফের ডাকের মতো মিথ্যা হয়ে যেত
তাদের ভালোবাসা,
আপনি সর্বভাষি,
যে যন্ত্রে তাদের বিবরণ আবেদন শোনা
আর একে অপরের কাছে সমনিবেদনে সমস্ত বর্নণা;
আজও যুগের জির অক পারে একবার দেখা দিতে
এই জগৎে আপনার উপস্থিতিতে;
যদি জিরক না থাকে-
জির অকের দেখা হত না কোনো কালে,
আমি হারাতাম তাকে
যার সন্ধানে এতকাল জীবিত ছিলাম..
জিরক না হলে জির অক বিলুপ্ত দুটি প্রাণ;
বিলুপ্ত দুটি নাম;