তুমি কী জানো?
একটি গহনা রং হাড়িয়েছে--
তাই পিতল হয়েছে সেই সোনার নাম;
একজন গণিকা সন্তান দিয়েছিল--
ত্রিনিকায়া হয়েছে যে বারাঙ্গনার নাম...
তুমি কী জানো?
একটি পতঙ্গ আলো দিতে পারেনি--
আজ ছাড়পোকা সেই জোনাকির নাম;
একটি ময়ূর সমস্ত পালক হাড়িয়েছিল--
উঠপাখি হয়েছে আজ সেই পাখির নাম...
তুমি কী জানো?
একটি প্রতিমাকে সাজানো হল না--
কাকতাড়ুয়া হয়েছে আজ তার নাম;
একজন প্রেমিকা প্রেমিক হাড়িয়েছে--
হয়তো সেই বিধবা আমার নাম...
তুমি কী জানো?
একটি জিন প্রদীপে হাড়িয়ে গেছে--
পিশাচ হয়েছে দ্বিতীয় জিনের নাম;
একটি হরিণ গিয়েছিল রুপকথায়--
একশৃঙ্গ হয়েছে সেই লুপ্ত হরিণের নাম...
তুমি কী জানো?
একটি ঘরে মানুষ জীবিত থাকে না--
লাশঘর হয়েছে সেই ঘরের নাম;
একটি ঈশ্বর মানুষ খেয়েছিল--
অসুর হয়েছে সেই ঈশ্বরের নাম...
তুমি কী জানো?
একজন রাজা সিংহাসন হারিয়েছিল--
কেউ মনে রাখেনি সে রাজার নাম;
একটি মনের মানুষ সেনা হতে চেয়েছে--
আমি বলতে চাই না তার হাজার নাম...