প্রেম
অন্তর ঘোষ

জিবন নিরবকাশ,
প্রেমও তাই।
কে বলে নদীর স্রোত বা সময়ের মতো?
প্রেম তো ছুটে চলে আপন গতিতে আপন চিত্তে!
পৃথিবীতে বুঝি প্রেমেরই শুধু তুলনা নেই,
এর কারন এমন নিরন্তর তো আর কিছু নেই।
প্রেম পক্ষপাতদুস্ট নয়;
প্রেম নিরপেক্ষ।
প্রেম প্রতিবোধ
এই প্রতিবোধ দুষ্টকে ধ্বংসের আর শিষ্টের প্রতিপালনের।
প্রেম হলো স্বর্গসুখের
যার উৎপত্তিস্থল হল ত্যাগ।
প্রেমের দেহ জীর্ণ হলেও তা অভেদ, অক্ষয়।
যে জল শুধু নয়নে প্রবাহমান তাহাই তো প্রেম।