নীল আকাশের বিশাল ক্যানভাসে,
সাদা মেঘেরা আঁকে খেয়ালি রঙে।
সুর্যোদয়ের লালিমায় ভেজা ভোর,
প্রকৃতি হাসে তুলে নতুন ঘোর।
সবুজ ঘাসে জলে ভেজা শিশির,
মাটির গন্ধে মিলে প্রাণের তীর।
পাখির কলরব, মধুর সুরে গান,
জাগায় হৃদয়ে অমল আবেগের প্রাণ।
নদীর স্রোতে বয়ে চলে কাব্যের সুর,
তীরের গাছেরা দিচ্ছে ছায়ার নূর।
পাহাড়ের চূড়ায় মেঘের আলিঙ্গন,
প্রকৃতি গায় তার চিরন্তন সংগীতমন।
বনভূমি ঢেকে থাকে সবুজে চাদরে,
হরিণ খেলে বেড়ায় নির্ভীক ধ্বজরে।
বাঁশির সুরে দোলা লাগে হৃদয় গহনে,
প্রকৃতি ছুঁয়ে যায় মনের অনুক্ষণে।
সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়ে গান,
তীরে এসে দেয় চুম্বন নিঃসীম আহ্বান।
চাঁদের আলোয় মোড়া রাতের প্রান্তর,
প্রকৃতি রূপে মুগ্ধ করে অন্তর।
বর্ষার বৃষ্টিতে ভিজে যায় সব প্রাণ,
মাটি শুষে নেয় সুখের আমন্ত্রণ।
ফসলের মাঠে সোনালী রোদ ঝরে,
প্রকৃতির মহিমা আঁকে হৃদয় গভীরে।
শীতে কুয়াশায় ঢাকা চেনা পথঘাট,
হিমেল হাওয়ায় লেগে থাকে স্নিগ্ধ ঘ্রাণ।
বসন্ত আসে ফুলের মধু-মাখা ডাকে,
প্রকৃতি গায় নতুন জীবনের বাঁকে।
এ জীবন ঘেরা প্রকৃতির রঙ্গে,
চির শান্তি মেলে তার স্নিগ্ধ সঙ্গে।
প্রকৃতির বুকে খুঁজে পাই ঠিকানা,
তারই কাব্যে জীবন হয়ে ওঠে গাথা।