নির্ভুল হলে তুমি
রাজকন্যা-পরী,
অল্পখানি ভুল হলে
তবেই তো নারী!
ধৈর্যধরা পছন্দ না
তবু ধৈর্যশীল,
যত হোক অভিমানী
কথা-কাজে মিল।
পুরুষের ঠিক থেকে
অনুমান শ্রেয়,
নারীদের সমতুল্য
আর নেই কেও।
ব্যক্তিগত চাহিদার
দাম খুব বেশি,
শ্রেষ্ঠতম নারী সেই
যেই কালোকেশী।
সুন্দরীর অভদ্রতা
পায় যেনো ক্ষমা,
আবেগকে রাখবেনা
অন্তরে জমা।
মায়ায় নষ্ট জিনিস
রাখে যত্ন করে,
অতীত প্রেমের স্মৃতি
নারীর আদরে।
দুঃখ-বেদনা থাকে
বালিশের নিচে,
বন্ধু-পরিবার তরে
হাসি থাকে মিছে।
প্রতারণা করলে যে
দেয় ধন্যবাদ,
নারী হোক পুরুষের
আকাশের চাঁদ।