শহীদের মহান স্মৃতি এই দিনে, জাতীয় স্মৃতির কবিতা স্বপ্নে।
একুশে ফেব্রুয়ারি মহান,
অমর শহীদের প্রাণ ধরে রাখতে নিত্যই চলে আসি আমরা।
ভাষা আমার মাতৃভাষা, যে ভালোবাসি তারা তোমাকে অনুষ্ঠান হতে তুমি দেখি।
স্মৃতির সমুদ্রে মিশে যাক সবাই,
যাত্রা অমর তারা বুকে নিয়ে আসি অমর প্রত্যন্ত।
একুশে শহীদের প্রতি প্রণাম,
যুদ্ধের কাজে কোমর করে তোমার মুখের মি ঠাস সবসময় রয়েছে।
তোমার প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে,
একুশে আমার জয়গান আমার স্বাধীনতা।