যে দীর্ঘ রাতে বিনিদ্র আঁখিপাতে,
দীর্ঘশ্বাস এসে ঝরবে ৷
এই সামান্য আমি যে কত দামি,
সে দিন মনে পড়বে ৷
যে দিন দেহ, থাকবে হয়ে কারো দাসী
তোমার বন্দি আত্মা বাঁচার আশা করবে ৷
অবহেলা করে হারানো আমায়,
সে দিন মনে পড়বে ৷
যে দিন আকাশের মেঘ অন্তরে জমে,
কষ্টের জল হয়ে গলবে ৷
আমায় দেয়া ব্যথার আঘাত,
সে দিন মনে পড়বে ৷
যে চারিদিকে আমার জয়ের ধ্বনি শুনে,
তুমি জ্বলবে কেবলি জ্বলবে ৷
গাছ না নিয়ে ফল নিয়েছো,
সে দিন মনে পড়বে ৷