বসন্তের কষ্ট দেখেছোকি মধুমিতা?
কুয়াশাকে খুব ভালবাসে ৷
শীত কন্যাকে আহ্বান করে
আলিঙ্গনের অপেক্ষায় থাকে,
অভিমানী কুয়াশা
ফাঁকি দেয় অবিরত
ঠিক তোমারই মতো মধুমিতা !
মেঘ কেন কাঁদে জানো মধুমিতা
আকাশকে খুব ভালোবাসে,
তার বুকে মাথা রেখে
চাঁদ মামার গল্প শুনতে চায় ৷
অভিমানী আকাশ দুরে থাকে
ঠিক তোমারই মতো মধুমিতা !
চাঁদ কেন সুন্দর জানো মধুমিতা
সূর্য তাকে খুব ভালোবাসে,
তাইতো সে রাতে আলো দেয় না
চাঁদ বিলিন হয়ে যাবে বলে ৷
দেখ মধুমিতা
সূর্যটা কি বোকা, ঠিক আমারই মতো
তাইনা প্রিয় মধুমিতা ৷