হাতের রেখায় ছিলে লুকিয়ে

মুছে গেছো এখন আর যায় না দেখা

কেউ বলে ভালো আছি কেউ বলে নাই

আসলে আমি জানি, আমি একা।

পিছে শুধু রয়ে গেছে ক'টি অবহেলা

আয়োজন করা কিছু বিরহী সময়,

ঘুমের মধ্যে আমি ঘুরি পথে পথে

জেগে দেখি সে পথ  আমার যে নয়।

সৈকতে লিখেছিলাম তোমার আমার নাম

এক ঢেউ এ সব ধুয়ে যাবে আগে কি জানতাম!