হাবিবুর রহমান অন্তনীল
আকাশ কুসুম গো-ধূলি বিকাল বেলা,
নদীর ঘাটে কলসী কাঁখে কে একেলা
তোমার অঙ্গ ভঙ্গে চোঁখে দেখি মেঘলা ৷
তোমার কর্ণে কাননের কুমারী ফুল,
তোমার রুপে চন্দ্র মুখও তুলনা ভুল ৷
তোমার আচলে মাখা শিমুলের গন্ধ,
তুমি আমার প্রতিটি কবিতার ছন্দ
তোমারে ভাবিলেই পেতাম আনন্দ ৷
তার সাথে হবেনা মোর কভু কথা,
হৃদয়াঘাতে পাই না পাওয়ার ব্যাথা ৷
আমার সামনে দিয়ে হেটে চলে যায়,
তবু পাষাণ নয়ন তার ফিরে না তাকায় ৷
নিদ্রা জেগে ভেবে কোন লাভ হয় নি,
মনের যত কথা ছিল বলা হয় নি ৷