তোমার চোখের জানলায়,
আমি দেখতে পেয়েছি রাত,
এক মুখ কালো দাড়িওয়ালা আঁধার,
বাসা বাঁধে তোমার মুখে, স্বপ্নগুলো বেহাত।
তুমি ভয় পাও?
তোমার ঘুম আসে না কেন?
কার অপেক্ষায়?
হঠাৎ, কালো মেঘের চাদর,
সরে যায় চাঁদের লিকলিকে জিভে,
উজ্জ্বল হয় তোমার মুখ,
শুভ্রতা ছুঁয়ে দেয় নিস্তব্ধতার ক্লিভেজ।
আবার জন্ম নেয় বিপ্লব,
তোমার হাঁসির হাত ধরেই, শেষে,
ঠিক যেন পায়রার ডানার ঝাপট
শোনা যায় যুদ্ধের জানলা ঘেঁষে।