(১)
যখন নির্মম লালচে আঁখি,
পাহাড়ের পিছনে লুকিয়ে পড়ে, শেষমেশ
শান্তি পায় মাটি, গাছের পাতা।
তারপর, একটা লম্বা দীর্ঘশ্বাস...
(২)
প্রতিচ্ছবির মত –
হেঁটে বেড়াই, মাথার উপর রাতের আকাশ;
পিছু নেয় আমার চেনা ছায়াটা।
অন্ধকার যে তার খুবই আপন...
(৩)
আকাশ যখন ঢেকে গেল মেঘে,
আমরা তখন রাস্তার মাঝখানে,
একটা ছাতা, দুটো জড়ানো হাত,
অপেক্ষা শুধু কয়েক ফোঁটা বৃষ্টির...
(৪)
নরকের দরজা,
দেখি শহরের মাঝখানে, তোমাদের আর্মি ব্যারাকে।
(৫)
শিরদাঁড়া বেঁকে যাচ্ছে।
কি অসাধারণ একটা অনুভূতি!
ভিড়ে যাচ্ছি তোমাদের দলে।
(৬)
বৃষ্টির মাঝে তোমার হাত ধরে হাঁটছি।
চোখ খোলা কি ভীষণই দরকারি?