মনে হয় অন্তিমক্ষণ আসন্ন...
আমার আর কিছুই বলার নেই।
শুধু একটা কলম, মায়ের জন্য।
আমি কোনো নায়ক নই।
এই নায়ক বর্জিত সমাজে
শুধু মানুষ হতে চেয়েছি।
দূরের স্থির দিগন্ত,
আলাদা করে দেয় জীবন আর মৃত্যুকে।
আমি স্রেফ আকাশ চেয়েছিলাম।
মাথা নত করব না আর,
আমার হত্যাকারীর দৃষ্টি
ঝাপসা করে দেবে এক ঝাক মুক্ত বাতাস।
তোমার দেওয়া বুলেট ছিদ্র থেকে
জন্ম নেবে এক রক্তিম সকাল।