সঙ্কীর্ণতা, তোমার মনের পাসপোর্ট।
আর আভিজাত্য, সুখি জীবনের এপিটাফ।
দেখ, কালো আকাশের ধার ঘেষে
নেমে আসে কিছু বুলেটবিদ্ধ মনখারাপ।
হাজার বছরের সভ্যতা, তবু
প্রস্তর যুগ ছাপিয়ে আসিনি এবড়ো খেবড়ো পায়ে,
তাই, শ্মশানেই ধুলো মেখে পড়ে থাকে
মোমবাতি আর স্বাধীনতা অগুছালো, অবহেলায়।
শুধুই ছিল এক গোছা কাগজ,
শিরার টান আর ছাই, সেই প্রথম প্রভাতে।
আজ দু’দশক পর, মুক্তির টানে
টাটকা রক্তের গন্ধ মিশে গেছে বারুদের সাথে।
আমি ক্লান্ত নই আজ,
মাথার ভীতর শুধুই দেমাক শিখাই জ্বলে।
আমার মৃতদেহ মাড়িয়ে কালো বুট, আর
এক জোড়া চোখ ছুটে যায় অদম্য কৌতূহলে।