আলতো করে ছুঁয়ে দেয়,
মনের প্রদীপ,
আর প্রদীপের মন।
(বুঝতেই পারিনি।)
চলে যেতে বুঝলাম
প্রতিটি দেওয়ালেই
তার ছোট্ট হাতের ছাপ।
অদৃশ্য হতেই
বেমালুম ভুলে গেলাম।
তারপর এক সময় খুঁজে পেলাম
তার পচা গলা মৃতদেহ,
ছাদের উপর।
নতুন করে বুঝলাম,
শহরের মিথ্যে নিয়ন আলোর নীচে
না আছে স্বপ্ন
আর, না আছে সকাল।