আমার বন্ধ ঘরে
আমি তোমার কথা ভাবি।
এখানে আকাশ নেই
পৃথিবী নেই
আশা নেই।
আমি কখনও পাঠ্যবই খুলে বসি,
ব্ল্যাকবোর্ডে হিজিবিজি লিখি।
তারপর এক এক করে আলো ফিরে আসে,
সেই অপরূপ আলোয়
দেখি এক ঝাঁক স্বপ্ন,
দেখি কারা যেন গড়ে নিতে চায় আকাশ,
তাদের মত করে।
আর কিছু ভুলে যাওয়া স্বপ্নের জন্য,
আদর্শের জন্য,
গড়ে দিতে চাই শক্ত মাটি,
সোজা হয়ে দাঁড়াবার মত।
যারা পৌঁছে গেছে আকাশের কাছে,
তারা আলো নিয়ে গেছে।
আর যারা পড়ে রইলাম মাটিতে,
তারাও আছি আলোর খোঁজে,
একটু বাঁচব বলে।