বছর কয়েক পর,
তুই আর আমি, আর প্রেম হয় নাকি?
অন্য দেশের ফ্লাইট কিম্বা ট্রেনে,
তুই এক মুহূর্তে ভীষণ আনলাকি!
বছর কয়েক পর,
তুই আর আমি, ষাটোর্ধ দুটো পাবলিক,
এক সাথে চুল পেকে গেল বলে,
প্রেমটাও এক, এরম কিছু ভাবলি?
বছর কয়েক পর,
তুই আর আমি, বিদেহী না-খুশ আত্মা,
হারিয়ে গেছে স্বপ্ন দেখার দৃষ্টি,
তাই, তোর মনে ফের প্রেমের প্রতি হাতটান।
বছর কয়েক পর,
তুই আর আমি, একটা ছাতা আবার নতুন বৃষ্টি,
পথে ঘুরে ঘুরে পুরনো স্মৃতি হাতড়ে,
তোর কাছে আমি, এটাই শেষ কিস্তি।