যখন তখন বৃষ্টি হয়ে আসতে পারিস,
আমার মনের সুবোধ বালক দু পেগ প্রিয়,
সকাল বেলায় বিচ্ছিরি ওই বাসের ভিড়ে,
এক ঝলকেই আমায় ঘেরে উত্তরীয়।
আসতে পারিস আমার বাড়ির চিলেকোঠায়,
বিকেল বেলায় আসর জমাই অনেকদিনের,
বন্ধু না হয় নাই বা হলি হাসনুহানা,
আজকে না হয় আমার থেকে অশান্তি নে।
তুই যেরকম খামখেয়েলি ঝড়ের মতন,
আমার আছে স্বপ্ন দেওয়ার ম্যাজিক জানা,
গভীর রাতে পাখির কুজন শান্ত হলে,
আমার কাছে আসবি, আমার হাসনুহানা?