যদি বরফ কুচির মত
ভেসে বেড়াই হাল্কা হাওয়ায়,
চিনে নেব মৃত্যুর ঘ্রাণ,
কিছু প্রিয় স্বপ্ন, না পাওয়ায়।
একলা থাকুক গাছের সারি,
অনেক দূরের পাহাড় চুড়ো,
মধ্যরাতের কালচে শহর,
পথের ধারে বরফ গুঁড়ো।
কান্নাগুলো মাঝ গগনে,
ভাসছে ভাসুক স্বপ্নপ্রিয়,
নতুন করে কালকে আবার
পুরনো প্রেম, সঙ্গে নিও।
একটু না হয় পাশেই দাঁড়াও,
সঙ্গ তোমার ভীষণ দামী,
পথের মাঝে বরফ ভিজে,
থাকব পড়ে একলা আমি।