* ঋণী *
সবশেষে, নিজেকে আটকাতে না পেরে
তুমি ছুটে আসবে ,
চোখ রাখবে তার অতিক্রান্ত পথের দিকে,
আঁচলের খুঁটটুকুর শেষদৃষ্টির খোঁজে,
ঠিক কতোটা দূর সে তোমার থেকে ।
হারিয়েও, না হারাতে চাওয়ার যন্ত্রণায় তোমার বুকটা টনটন্ করবে।
ততক্ষণে বালুঝড়ে তার পায়ের শেষ চিহ্নগুলোও মুছে গিয়েছে,
সে তখন ঐ কালোমেঘে তলিয়ে যাওয়া মেঘ বালিকা অথবা মরিচীকার প্রেম ইশারা ।
তুমি তখন বালিতে আছড়ে পড়বে,
হাতড়াতে থাকবে পাগলের মতো তার
শেষ স্মৃতিটুকু আটকে রাখার চেষ্টায় ,
নিয়তির খেলায় এক মুঠো জলও
আটকা পরবে না ।
তবে প্রেম এলো কেন?
কাঁদিয়ে দিয়ে গেল ,ভরিয়ে দিয়ে গেল না ।
গল্পটা তাহলে কি এখানেই শেষ!
না , আবার নতুন অধ্যায় ,,,
সাদা খাতাটা তুলে তুমি স্বত:ব্যস্ত হয়ে
পেনটা ঘষবে ,,
রিফিলের মুখে চকচকে কালি আর
সাদা পাতায় কতোগুলো জ্বলজ্বলে অক্ষর,
বুকটাতে জাপটে আছে তখনো ,,
“ প্রেম,,যেতে যেতেও আমায় ঋণী করে গেলে।"