#  পাগলী  মা #
                

শুনেছো ,,,পাগলীটা সেদিন ‘মা’ হয়েছে
      উৎসুক ,পথচারীদের ভিড়ে,ফুটপাতে ।
সবাই যেন ডিসকভারি চ্যানেলের সামনে
অথবা কোনো শুটিং এর লাইভ টেলিকাস্টে
তবুও তো ভালো !
চক্ষুলজ্জা  আছে
ভিডিও তো আর করেনি মুঠো  মুঠো ফোনে!
ওটা যে অভিনয় নয়,
প্রসব যন্ত্রণায় গলা শুকিয়ে প্রাণ যাই যাই
কারুর কোনো নেয় ভ্রক্ষেপ তাতে
ওর তো পশুর সাথে বাস,সবই  পারে সইতে
ভিড়ের মধ্যে উঁকি মারে সন্তানের পিতা
প্রশ্নের বোঝা মুখে চোখে, এই সন্তান কী আমার ?
উওরটাও তো নিজের কাছেই আছে
তৎক্ষণাৎ ভাবে, ও তো পাগলী অন্য কারুর হবে।
এ সব সাত - পাঁচের মধ্যেই প্রকৃতির নিয়মে
বাচ্চাটা মাটি পেল ,উঠলো ফুঁপিয়ে কেঁদে
শুধু কী কান্না ! শঙ্খধ্বনি আবার মাতৃত্বের জয়ের,
এই পাশবিক সভ্যতার বুক ফালি করে চিড়ে ।