কবি তুমি যে লুকিয়ে আছো
কি হবে আজ সর্বহারার
উদ্ধারের তৎপরতা কে দেখাবে কে সে বিদ্রোহী
ভাংবে অনিয়মের শৃংখল !
ও কবি তোমার জন্ম দিনে
আফসোস করে মানবতা
তোমার থাকবার খুব বেশি প্রয়োজন ছিলো
এ সময়ে ;দুঃসময় এখন খুবই
ও কবি তুমি তো সৈনিক ছিলে
করেছো যুদ্ধ ;আজো তো থামেনি তা
তুমি নেই অথচ যুদ্ধ আছে ;এক মুখি
ও কবি আরেকটা কবিতা লেখার
শোনাও অভয় বানী
কবি নামে আজ যারা
চষে বেড়াচ্ছেন দাপটে
ওদের কলম আজ খুব বেশী বানিজ্যিক !!
সমাজের মানুষগুলো যা চায়নি
চায়না কোনদিনই। বিদ্রোহী চায় আজ
সকল মানুষ;মুক্তির আশায়...!