আমিও জানি খাঁটি কথা
অগনন কথার ভীঁড়ে, অতলে হারায় কখনো সে।
কথার মিছিলে ঢেউ উঠে
তুমুল উচ্চারণে;ভাষার মাধুর্যে
নিদারুন কষ্ঠকে ভুলে থাকার জন্যেই
আমি ভুল বলে যাই অবিরত...
নিজেকে আলাদা করার ক্ষমতা
তুমিইতো করেছো ছিনতাই !
আমিও জানি খাঁটি কথা
কথার ভীড়ে যায়না দেখা;চতুর নই আমি!