হৃদয়পটে এঁকে রেখেছি
বাঙলা মা তোর ছবি
তোর রুপে আর তোর গুনেই
হলাম ছন্দে মাতাল কবি ।

বারবার দেখি কাব্যতে লেখি
বাঙলা মা তোর মুখ
তোর শোভাতে সাজতে আমি
থাকি সদা উন্মূখ !

নিসর্গ এ বাঙলা আমার
জন্ম নেয়া স্বর্গ এই ঘর
দেশটা আমার তুলনা নাই
ভালবাসী‘ধ্বনিতে মর্মর !

বাঙলা মা তোর ‍রুপ মাধুরী
আমার ভাল লাগে
বিশ্ব মাঝে নতুন সাজে
সাজাতে প্রেরণা জাগে ।

লাজ ভুলে আজ কাজ করে যাই
সাজাতে দেশ-মাকে
যতোদুরে যাইনা আমি সে ডাকে
আমায় তার বুকের মাঝেই ডাকে ।