ঈদ মোবারক ঈদ মোবারক
উঠলো খুশির চাঁদ
ফিরনি সেমাই পোলাও খাবো
আহা কিযে স্বাদ !
ছেলে বুড়ো সবাই খুশি
নেই চোখে আর ঘুম
দেশ জুড়ে চলছে আনন্দ
উৎসবের ই ধুম্ ।
বিভেদ ভুলে সমাজ গড়ি
এক জামাতে হই সামিল
ধনী গরীব এক হয়ে যাই
কৃষক চাষা পীর কামিল ।
ঈদ এলোরে সবার ঘরে
মহান ত্যাগের শিক্ষা নিয়ে; ঈদ
আনন্দে আজ মন উচাটন
তাই চোখে নেই নীদ।